Header Ads Widget

Responsive Advertisement

How to Prepare for English in Admission Test | 30minuteeducation



 Basic Knowledge of Admission Test




 এডমিশনে ইংরেজি বিষয়ে যেভাবে প্রস্তুতি নিবেন।




#30minuteeducation
Last Updated:20/07/2020




আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম।



এডমিশনে সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজী।দেখা যায় যে প্রতিবছর ৮০% ছাত্র ফেল করে ইংরেজী | 


তার একটা অন্যতন কারন হলো এডমিশনের এই ক্ষুদ্র সময়ে ইংলিশ কিভাবে পড়তে হবে তা না জানা।  তাই আজকের পোস্ট ইংরেজি নিয়ে

 

হয়তো পোস্টটা অনেক বড় বিস্তারিত লিখতে গিয়ে কিন্তু পোস্টটা মনোযোগ দিয়ে পড়লে ইংলিশে অনেক কিছু জানতে পারবে। 


অনেকটা এরকম বলা যায়,

ইংলিশে পাশ মানে চান্স নিশ্চিৎ আর ভালো নাম্বার পাওয়া মানে ভালো সাবজেক্ট পাওয়া।

 

সাবজেক্টেই সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে।সেইজন্য ১০ ঘন্টা বরাদ্দের ঘন্টা ইংলিশের পেছনে দিতে হবে অবশ্যই।

 



Basic Knowledge of Admission Test #30minuteeducation
 Basic Knowledge of Admission Test #30minuteeducation




এখন ইংলিশকে টি ভাগে ভাগ করতে পারো আর কোনটায় কত সময় দিবে তা হলোঃ

 

()প্যাসেজ/কম্পিহেনশন [২০মিনিট]

 

()গ্রামার [.৩০ মিনিট]

 

()ভোকাবুলারি [.৩০ মিনিট]

 

()টেক্সট বুক [২০ মিনিট]

 

()প্রশ্নব্যাংক পর্যালোচনা[২০ মিনিট]

 

()প্যাসেজ/কম্প্রিহেনশনঃ

 

একটা ইংরেজী প্যাসেজ থাকে।তার থেকে - টা প্রশ্ন থাকে।প্যাসেজের ভেতর থেকেই প্রশ্ন আসে।

 

তবে সরাসরি প্রশ্ন থাকেনা। একটু ঘুড়িয়ে-পেচিয়ে প্রশ্ন করবে।অনেক সময় উত্তর প্যাসেজের ওয়ার্ডটির সিনোনিম এনটোনিম হিসেবে থাকে।

 

প্যাসেজ ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ কারন প্যাসেজ ভালোভাবে আনসার করতে পারলে ভালো মার্কস ক্যারি করা যায়।তবে দুঃখজনক সত্য হলো বিভিন্ন কারনে খুব কমই এর সঠিক উত্তর দিতে সক্ষম হয়।

 

তবে যাদের রিডিং স্কিল ভালো তারা সহজে এর উত্তর করতে পারে।এজন্য ভোকাবুলারির ক্ষেত্রেও ভালো দক্ষতা থাকতে হয়।

 

প্যাসেজের প্রশ্ন কিভাবে আসে তার একটা নমুনা প্রথম কমেন্টে দেওয়া থাকবে।শেষে দেখো।

 

প্যাসেজ আনসারের কিছু টিপসঃ

 

প্যাসেজ আনসারের ক্ষেত্রে আমার ব্যক্তিগত

 

কিছু টিপস দেওয়া হলো।


তোমরা পারলে গ্রহন করতে পারে।

 

()প্রথমে প্যাসেজটা না পড়ে,প্যাসেজের প্রশ্নগুলো পড়বে।প্রশ্নে কি জানতে চায় তার ধারনা নাও আর প্রশ্নের কি(মূল)ওয়ার্ডগুলো মাথায় রাখো।

 


()এবার প্যাসেজটা পড়তে থাকো।পড়ার সময় দেখবে প্রশ্নগুলোর উত্তর প্যাসেজের কোন বাক্যে আছে? প্রশ্নের উত্তর হুবহু পাবেনা।


ঘুড়িয়ে পেচিয়ে দেওয়া থাকে বলে মাথাটা একটু খেলাতে হবে।অনেকসময় প্যাসেজের উত্তরের সিনোনিম থাকে অপশনে।এভাবে খেয়াল করেই তুমিই প্রশ্নের উত্তর করতে পারো।




()প্যাসেজে সেরকম দক্ষতা না থাকলে সবার শেষে আনসার করাই বেটার।কারন আগে আনসার করলে অনেকসময় সময়ের অপচয় হতে পারে।

তাছাড়া কঠিন বলে প্রথমে এতে মাথা গরম করে ফেললে গ্রামার আনসার করার সময়

 

সমস্যায় পড়তে পারো সময় পর্যাপ্ত না পেতে পারো।

 



()প্যাসেজে দক্ষতা অর্জনে প্রিভিয়াস প্যাসেজগুলো বিশ্লেষন করতে পারো।

 


()ইংরেজিতে reading  স্কিল বাড়াতে প্রতিদিন একটি ইংরেজী নিউজপেপার পড়তে পারো বা ইংরেজী খবর শুনতে পারো। তবে এটা আবশ্যক না।

 


()প্রতিদিন কমপক্ষে একটা প্রিভিয়াস ইয়ার সলভ করলে প্যাসেজে দুর্বলতা কাটিয়ে উঠতে পারো।

 



কতটুকু সময় পড়বে?

 

প্রতিদিন একটা প্যাসেজ পড়ার জন্য এই টপিকসের জন্য ২০ মিনিট সময় দিতে পারো।


()গ্রামারঃ


গ্রামার থেকে প্রতিবছর - প্রশ্ন থাকে।আমার মতে ইংলিশে যে প্রশ্ন আসে তার মধ্যে এটা সবচেয়ে সহজ নাম্বার পেতে।


গ্রামারের কোন টপিকস থেকে প্রশ্ন আসে?




[থ্রি স্টার(★★★)গুলো বেশি গুরুত্বপূর্ণ]


 
- Right Formof Verb★★★
👈👈 read more narration rules click direction..


- Subject action word aagreement★★★


- Tense★★★


- Article★★★


- Causative★★


- Subjunctive★★★


- Noun★★


- Pronoun★★★


- Verb★★★


- adverb★★


- Conditional★ 
👈👈 read more narration rules click direction..


- degree★★


- tag question


- parallelism


- Voice


- Dangling modifiers


- modular auxiliaries


- Conditional sentence


- Narration★👈👈  read more narration rules click direction..


- Transformation of sentence




কিভাবে পড়বো গ্রামার?


ইংরেজি ভাষাকে একটা সুশৃঙ্খল সিস্টেমে আনার জন্য গ্রামারের সৃষ্টি।

গ্রামার বোঝার জিনিস,মূখস্থের জিনিস না।আবার বলছি গ্রামার বুঝে পড়ার জিনিস,মূখস্ত করার জিনিস নয়।যারা মূখস্ত করে তারা কখনো সে গ্রামার প্রেকটিক্যালি কাজে লাগাতে পারবেনা।


#কি কি টপিকস আছে জানলে।এবার কোন বই থেকে পড়ে সেটা নির্দিষ্ট করো।


তুমি যদি কৌচিং এর শিট পড়তে চাও তাহলে তাই বা English For Competitive Exam বইটা চাইলেও পারবে বা TOEFL Cliff's and Barron's পড়তে পারো।



প্রথমে ঠিক করে নাও কোন বইটা মূলবই হিসেবে পড়বে।যেমন তুৃমি ইংলিশ ফর কমপেটিটিভ এক্সাম বইটা মূল বই হিসেবে রাখলে।এবার বইটা খুলে একটা নির্দিষ্ট টপিকস পড়তে থাকো।


মাঝে একবই/শিট থেকে না বুঝলে অন্যান্য বই থেকে হেল্প নিতে পারো।


গ্রামারের ক্ষেত্রে সফলতা পেতে হলে যে ধাপগুলো পার হতে হবে,

- যে রুলসটা পড়তেছো,তা ভালোভাবে বুঝতে হবে।


- রুলসটা মাথায় সেট করে নিতে হবে

- রুলসের আওতায় যত উদাহরন আছে সব করতে পারার সক্ষমতা অর্জন করতে পারা

- পরীক্ষার প্রশ্নে কোন প্রশ্নটা কোন গ্রামারে পড়বে সেটা ধরতে পারার সক্ষমতা |💙💙



প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন..........




_________Hello Viewers,


You can check it out here another Admission Test Guide link ...👇👇👇👇👇


1.How to successful University Admission


2.admission english exam topics


 

Our YouTube Channel Link Please Subscribe & more videos : 

Two Learning


 ________________

If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank you...

Post a Comment

1 Comments

  1. এভাবে পরলে তো ইংরেজি তে full marks পাওয়া যাব। your post are very beneficial. Thank you
    .

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.